On Page SEO |অন পেজ এসইও

SEO এর খুঁটিনাটি তে ইতিমধ্যেই আমরা On Page SEO নিয়ে খানিকটা আলোচনা করেছি। SEO কী, কত প্রকার ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয় জানতে আগে SEO এর পূর্বের আর্টিকেল পড়ে আসুন।
On Page SEO কী?
আমাদের ওয়েবসাইট এর পেজে বা ব্লগ পেজ গুলো নির্দিষ্ট রুলস ও রেগুলেশন মেনে গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনে প্রদর্শনের উপযোগী করে তোলাই হলো অনপেজ এসইও বা On Page SEO। সহজভাবে বললে একটি ওয়েবসাইটের ভিতর থেকে সেটা সার্চ ইঞ্জিনে প্রদর্শনের উপযোগী করে তোলাই হলো অনপেজ এসইও।

On Page SEO এর গুরুত্ব
আপনার মনের গহীন কোণে প্রশ্ন জাগতে পারে এই On Page SEO কেন করবো? এর প্রয়োজনীয়তা কী?
এক কথায় যদি বলতে চাই তাহলে আপনার ওয়েবসাইট সার্চ লিস্টের প্রথমদিকে আসা এবং সেখান থেকে অর্গানিক ভিজিটর আনা।
আপনি যদি সঠিক নিয়ম মেনে ঠিকঠাক ভাবে SEO করতে পারেন তবে নিম্নোক্ত সুবিধা পাবেন। যথাঃ-
- গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাংক বাড়বে
- অর্গানিক ব্যাকলিংক পাবেন অনেক
- টার্গেট অর্গানিক ভিজিটর পাবেন
- ওয়েবসাইটের শ্রোতা দিনকে দিন বৃদ্ধি পাবে
উল্লেখ্য যে On Page SEO না করে সারাজীবন Off Page SEO করলেও কোন লাভ হবে না। On Page SEO হলো সুপার শপ Off Page SEO হলো এই সুপার শপের মার্কেটিং করার মতো। সুতরাং আপনার ওয়েবসাইটকে উপরের দিকে তুলতে হলে দুটোর গুরুত্বই অপরিসীম।
On Page SEO এর চেকলিস্ট সমূহ
On Page SEO হলো একটি প্যাকেজ, যেখানে আপনাকে বেশ কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে। নিচে সেই কাজগুলো ক্রমানুসারে সাজানো হলো-
- টাইটেল
- মেটা ট্যাগ ও মেটা ডেসক্রিপশন
- হেডিং ট্যাগ (H1 to H6)
- টেবিল অব কন্টেন্ট
- ইম্পোর্টেন্ট কি-ওয়ার্ড (Bold, Italic, Color)
- সিনোনেম কি-ওয়ার্ড ইউজ
- ইন্টারনাল লিংক
- এক্সটার্নাল লিংক
- ইমেজ ও ভিডিও
- কি-ওয়ার্ড ডেনসিটি (১% থেকে ৩%)
বাংলাদেশের সরকারি বেসরকারি কিংবা আদা- সরকারি সব ধরনের চাকরির আপডেট পেতে Dream Jobs BD এর সাথে থাকুন
One Comment